বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন,বিএনপির কোনো আদর্শ নীতি নেই। তারা নির্বাচনে জেতার আগে বলে হারিয়ে দেওয়া হচ্ছে, আবার জেতার পরে বলে ঠিকমতো হলে আরো বেশি ভোট পেতাম। তবে এবার বিএনপির নির্বাচন করার বিকল্প কিছু নেই। তাদের নির্বাচনে আসতেই হবে।
ভোলার বাংলাবাজারে শনিবার দুপুরে মুক্তিযুদ্ধ স্বাধীনতা যাদুঘর পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী আরো বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন গণক। তিনি শতকরা ৮০ শতাংশ ভোট পাবেন। ৮০ শতাংশ ভোট পায় যে দল সেই দল নির্বাচন করতে ভয় পায় কেনো।
এসময় উপস্থিত ছিলেন- ভোলার জেলা প্রশাসক মোহাং সেলিম উদ্দিন, জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মমিন টুলু জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাইনুল হোসেন প্রমুখ।
বরিশাল নিউজ/শরীফ