গণতন্ত্রের বিজয় দিবস ও গণতন্ত্র হত্যা দিবসকে কেন্দ্র করে বরিশাল নগরীর সদর রোড দিয়ে চলাচলকারী বাসিন্দারা ভোর থেকেই পুলিশের হাতে জিম্মি হয়ে পড়ে। বিশেষ করে সদর রোড এলাকার বিবির পুকুর পাড় থেকে দক্ষিণ দিকে এবং উত্তর দিকে থেকে সদর রোডের দক্ষিণ দিকে কোন যানবাহন চলাচল করতে দেয়নি পুলিশ। যাত্রী নিয়ে যানবাহন ঘুরিয়ে যেতে বাধ্য করা হয়। এরফলে সকালে লঞ্চ ও বাস যাত্রীদের মালামাল নিয়ে ভোগান্তিতে পড়তে হয়। কারণ অশ্বিনী কুমার হলের সামনে মূল রাস্তায় মঞ্চ বানিয়ে ছাত্রলীগ তাদের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালনের আয়োজন করেছে। ওই সমাবেশ স্থলের কাছে বিএনপি অফিস। তারা ‘গনতন্ত্র হত্যা দিবস’ পালনের জন্য পুলিশের কাছে অনুমতি চেয়ে পায়নি। তাই বিএনপি নেতা-কর্মীরা যেন অফিসে ঢুকতে না পারে মহানগর ছাত্রলীগ কৌশল করে ৫ জানুয়ারি সেখানে প্রতিষ্ঠা বার্ষিকী পালনের নামে মাঠ দখল করে রাখে। আবার বিকালে সেখানে গনতন্ত্রের বিজয় দিবস পালন করে আওয়ামী লীগ। কর্মসূচী পালনে তাদের এই ঘোষণার কারণে পুলিশ বিশৃঙ্খলা ঠেকানোর প্রস্তুতি হিসাবে ওই রাস্তায় ভোর থেকে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। ভোগান্তিতে পড়া নগরবাসী রাস্তা বন্ধ করে কোন দলকে সমাবেশ করার সুযোগ দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন।
বরিশাল নিউজ/এমএম হাসান