টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দলকে। এ পর্যন্ত তারা তিনটি ম্যাচ খেলে একটিতেও জয়ের মুখ দেখেনি।
টস জিতে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংস শেষে বাংলাদেশকে ১৯০ রানের লক্ষ্য দেয় কিউই নারীরা। জবাবে ব্যাট করতে নেমে ২০ ওভারে ১১৮ রানের বেশি করতে পারেনি বাংলাদেশের নারীরা।
ব্যাট হাতে ৮১ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন সুজি বেটস।
বাংলাদেশের নারীরা ৫টি বিশ্ব আসরে খেলেছে, কিন্তু একটি ম্যাচেও জিততে পারেনি।
বরিশাল নিউজ/ ডেস্ক রিপোর্ট