ঝালকাঠির নলছিটি উপজেলার খয়রাবাদ এলাকায় শুক্রবার রাত ৮টার দিকে সড়ক দুর্ঘটনায় রাহাত (২২) ও সাকিল (২২) নামে দুই শিক্ষার্থী ঘটনাস্থলে নিহত হয়েছেন ।
নিহতরা হলেন- ঝালকাঠির নলছিটি উপজেলার সুজাবাদ এলাকার বাসিন্দা সহিদ পেশকারের ছেলে ও সরকারি বরিশাল কলেজের এইচএসসি প্রথমবর্ষের ছাত্র রাহাত (১৮) এবং একই এলাকার জালাল হোসেনের ছেলে ও বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র শাকিল (২০)।
নলছিটি থানার ওসি সাখাওয়াত হোসেন জানান,নলছিটি থেকে বরিশাল যাবার পথে মোটরসাইকেলের সঙ্গে খয়রাবাদ সেতুর ওপরে বিপরিত দিক থেকে আসা মাহেন্দ্রর ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় তিন মোটরসাইকেল আরোহীর মধ্যে রাহাত (২২) ও সাকিল (২২) ঘটনাস্থলে মারা যান।
গুরুতর আহত তাদের বন্ধু নলছিটির শ্রীরামপুর এলাকার মোস্তফা হাওলাদারের ছেলে হিরনকে (১৮) বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।