March 16, 2023

নলছিটিতে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২

 

ঝালকাঠির নলছিটিতে যাত্রীবাহী বাসের চাপায় স্কুলছাত্রসহ দুইজন নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বরিশাল-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের শিমুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলো স্থানীয় জেড এ ভূট্টো মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র তুর্য্য ভট্টাচার্য্য ও ভ্যানচালক মো. আকাশ। এ ঘটনার বিচারের দাবিতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা দুইঘণ্টা বরিশাল-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রাখে।

এতে শিমুলতলা এলাকায় সড়কের দুই পাশে যানজট লেগে যায়। পরে পুলিশ গিয়ে সকাল ১১টার দিকে বিক্ষোভকারীদের সরিয়ে যানচলাচল স্বাভাবিক করে দেয়।

 

পুলিশ ও স্থানীয়রা জানায়, তুর্য্য ভট্টাচার্য্য বিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে ভ্যানচালক আকাশের সঙ্গে কথা বলছিল। এ সময় বরিশাল থেকে পটুয়াখালীগামী দ্রুতগতির আল আমিন পরিবহনের একটি যাত্রীবাহী তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

 

পুলিশ ঘাতক বাসটিকে আটক করেছে, তবে এর চালক পালিয়েছে।

 

নলছিটি থানার ওসি মো. আতাউর রহমান জানান, নিহত তুর্য্য নলছিটির পাশ্ববর্তী বাকেরগঞ্জের মিলন ভট্টাচার্য্যরে ছেলে। আর আকাশের পরিচয় পাওয়া যায়নি।

 

বরিশাল নিউজ/ ঝালকাঠি