বরিশাল নিউজ ডেস্ক।। উত্তর কোরীয় নেতা কিম জং উন বলেছেন, আন্ত:কোরীয় ইতিহাসে নতুন অধ্যায় শুরু হয়েছে। আন্তরিক প্রতিশ্রুতি ব্যক্ত করে তিনি ডিমিলিটারাইজড জোনে তার মিনন্ত্রণকর্তা মুন জায়ে-ইনকে বলেন, ‘আন্ত:কোরীয় ইতিহাসে নতুন যুগের সূচনার ইঙ্গিতের বার্তা দেয়ার সিদ্ধান্ত নিয়ে আমি এখানে এসেছি।’
‘নতুন ইতিহাস’ শুরু : কিম
By বরিশাল নিউজ|২০১৮-০৪-২৭T১৯:৪৪:৪৩+০৬:০০এপ্রিল ২৭, ২০১৮|আন্তর্জাতিক, আমেরিকা|Comments Off on ‘নতুন ইতিহাস’ শুরু : কিম