দাখিল পরীক্ষার দ্বিতীয়দিনে শনিবার জেলার গৌরনদী উপজেলার কাছেমাবাদ আলীয়া সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে নকল সরবরাহের অভিযোগে কক্ষ পরিদর্শক মাগুরা-মাদারীপুর দাখিল মাদ্রাসার সহকারী শিৰক মোঃ গিয়াস উদ্দিনককে তিন বছরের জন্য ও পরীক্ষার্থীকে চলতি পরীক্ষা থেকে বহিঃস্কার করা হয়েছে।
কেন্দ্র সচিব মাওলানা আবু সাঈদ মোহাম্মদ কামেল জানান, শনিবার আরবী দ্বিতীয়পত্র পরীক্ষা শুরু হওয়ার পর বেলা সোয়া ১১টার দিকে কেন্দ্রে পরিদর্শনে আসেন উপজেলা নির্বাহী অফিসার আশ্রাফ আহম্মেদ রাসেল। তিনি ১০৩নং কক্ষে প্রবেশ করতেই তাহমিনা আক্তার নামের এক পরীক্ষার্থীকে কক্ষ পরিদর্শকের সামনে নকল করতে দেখতে পান। বহিস্কৃত পরীক্ষার্থী হোসনাবাদ মোলৱা মজিবুর রহমান দাখিল মাদ্রাসার ছাত্রী।