ধর্ষনের একমাত্র শাস্তি মৃত্যুদন্ড করার দাবি জানিয়ে বরিশালে আইএসটি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বরিশালের সর্বস্তরের জনতার ব্যানারে চোখে মুখে কালো কাপড় বেধে মৌন মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
নগরীর সদর রোডে বুধবার বেলা ১১টায় তারা এই কর্মসূচি পালন করেন।
শিক্ষার্থী অনামিকা নুর মিতুর নেতৃত্বে মৌন মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয়া শিক্ষার্থী দেশব্যাপি ধর্ষনের প্রতিবাদে ও ধর্ষনকারীদের শাস্তি মৃত্যুদন্ড আইন পাস করার দাবি জানিয়ে বক্তব্য রাখেন মোঃ রাহাত,রাজ,নাঈম,স্বাধীন,মিথিলা জান্নাত, হাসিব,আঃ রহমান ও দুর্জয় প্রমুখ।
বরিশাল নিউজ/শামীম