বরিশাল নগরীর কাশীপুর হাইস্কুল এন্ড কলেজের এক ছাত্রীকে গণধর্ষনের প্রতিবাদে এবং অভিযুক্তদের কঠোর বিচারের দাবিতে মানববন্ধন করেছে তার শিক্ষা প্রতিষ্ঠান কাশিপুর হাই স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা। সোমবার সকাল সাড়ে ১১টায় কাশিপুর হাই স্কুল এন্ড কলেজের আয়োজনে মানববন্ধনে আশ পাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবকরা অংশগ্রহন করেন।

ধর্ষনকারীদের শাস্তির দাবিতে কাশিপুর হাই স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন,মহাসড়ক অবরোধ -বরিশাল নিউজ
মানববন্ধনের এক পর্যায়ে অভিযুক্তদের দ্র্বতবিচার ট্রাইবুনালে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড দেয়ার দাবিতে কিছু সময়ের জন্য কলেজের সামনের ব্যস্ততম বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এতে যানজটের সৃষ্টি হলে পুলিশ ন্যায় বিচারের আশ্বাস দিয়ে অবরোধ প্রত্যাহার করান।
উল্লেখ্য, গত শুক্রবার সকালে বিএম কলেজের সামনের একটি মেসে সহপাঠীর কাছে নোট নিতে আসা কাশীপুর হাইস্কুল এন্ড কলেজের ওই ছাত্রীকে জোরকরে তুলে নেয় স্থানীয় বখাটেরা।

ধর্ষনকারীদের শাস্তির দাবিতে কাশিপুর হাই স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন -বরিশাল নিউজ
পরে কলেজ রো এলাকার একটি ছাত্রমেসে নিয়ে তাকে ধর্ষন করে তারা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাব্বী, তার সহযোগী মানিক এবং বিএম কলেজ ছাত্র সাইফুলকে আটক করে পুলিশ। এ ঘটনায় কোতয়ালী থানায় মামলা দায়ের করেন ধর্ষিতার পরিবার।
বরিশার নিউজ/রাহাত