January 1, 2023

“দেশের সংকট নিরসনের একমাত্র দল জাতীয় পার্টি”

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মীর আবদুস সবুর আসুদ বলেছেন, জাতীয় পার্টি দেশের সব সংকট নিরসনের একমাত্র রাজনৈতিক দল। আর দেশের ২০ কোটি মানুষের মুক্তির জন্য জিএম কাদেরের নেতৃত্বের বিকল্প নাই।

জাতীয় পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বরিশালে দলীয় কার্যালয়ের সামনে জেলা ও মহানগর জাতীয় পার্টির সমাবেশে প্রধান অতিথি মীর আবদুস সবুর আসুদ এ কথা বলেন।

সমাবেশে আরও বক্তৃতা করেন- কেন্দ্রীয় উপদেষ্টা ও মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস, কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক এসএম রহমান পারভেজ, মহানগর আহ্বায়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল প্রমুখ।

সভা শেষে কেক কেটে নগরীতে একটি বর্ণাঢ্য র‌্যালি করেন তারা।

বরিশাল নিউজ/ স্টাফ রিপোর্টার