দুর্নীতি দমন কমিশনের কমিশনার ড. নাসির উদ্দিন আহম্মেদ বলেছেন, দুর্নীতি করলে জেলে যেতে হবে। দুদকের মামলায় আদালতের রায়ে ইতোমধ্যে যার বিচার প্রভাবশালী দুর্নীতিবাজরা পেতে শুরু করেছে। দুর্নীতির বিরুদ্ধে জনগণের কাছে অন্তত সেই ম্যাসেজ পৌঁছে দিতে পারার দাবি করেন কমিশনার। তিনি আরও বলেন, একই সাথে আমরা দেখিয়ে দিয়েছি, যতো বড় ক্ষমতাবানই হোকনা কেন দুদকের মামলায় তাদেরকে সাজা ভোগ করতে হয়েছে। অন্যান্য ক্ষমতাবানদের বেলায় দুদক কৌশলী পদক্ষেপে এগিয়ে যাচ্ছে জানিয়ে বলেন কেউ ছাড় পাবেনা।
বরিশালের গৌরনদীতে মঙ্গলবার সকালে দুদকের ৮৩ তম গণশুনানী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কমিশনার এ কথা বলেন।
গণশুনানী অনুষ্ঠানে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ খন্দকার শাহে আলম মঞ্জু সভাপতিত্ব করেন।
দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় গৌরনদী উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে উপজেলা নির্বাহী অফিসার খালেদা নাছরিনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবুল কালাম তালুকদার, অতিরিক্ত জেলা পুলিশ সুপার তৌহিদুল ইসলাম, পৌর মেয়র মোঃ হারিছুর রহমান, দুর্নীতি দমন কমিশনের বরিশাল বিভাগের পরিচালক মোঃ আবু সাইয়েদ, প্রধান কার্যালয়ের পরিচালক মোঃ মনিরুজামান, উপ-পরিচালক এবিএম আব্দুস সবুর, রনজিত কুমার কমর্কার, উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট সাহিদা আক্তার, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, সাংবাদিক মোঃ আসাদুজ্জামান রিপন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আলহাজ মোঃ জামাল উদ্দিন প্রমুখ। গণশুনানী সভার শুরুতে সকাল নয়টায় উপজেলা চত্বরে দুর্নীতি প্রতিরোধে র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বরিশাল নিউজ/শামীম