March 16, 2023

থ্রি হুইলার চালককে মারধরের প্রতিবাদে সড়ক অবরোধ

 

বাস শ্রমিকদের হামলার প্রতিবাদে বরিশালে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন থ্রি হুইলারের চালকরা।

 

বরিশাল-পটুয়াখালী মহাসড়কের রূপাতলী লিলি পাম্প সংলগ্ন এলাকায়  বৃহস্পতিবার, ১৬ মার্চ বেলা সোয়া ১১ টায় এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা।

 

থ্রি হুইলার চালকদের দাবি, মাহিন্দ্রা পার্কিং নিয়ে বাস মালিক সমিতির লোকেরা এই হামলার ঘটনা ঘটিয়েছে। আধা ঘণ্টা পরে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ তুলে নেয় আন্দোলনকারীরা।

 

জানা গেছে, রুপাতলী বাস স্ট্যান্ডে মাহেন্দ্র গাড়ি সড়কের পাশে সাইট করে রেখে হোটেলে খাবার খেতে গেলে, পরিবহনের মালিক সমিতির লোকজন এসে গাড়িটির গ্লাস ভাঙচুর করে। এর  প্রতিবাদ করলে বাস মালিক সমিতির কলম্যান শাহিন, সোহাগসহ বাস শ্রমিকরা সংঘবদ্ধভাবে মাহিণ্দ্রা চালক মুসাকে মারধর করে। পরবর্তীতে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। এদিকে এই হামলার প্রতিবাদে থ্রি হুইলারের চালকরা বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে। এতে  সড়কে যানচলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়।

 

থ্রি হুইলার চালক লিটন বলেন, সড়কে শৃঙ্খলা রোধের নামে আমাদের উপর প্রতিনিয়ত অত্যাচার করে আসছে বাস শ্রমিকরা। আজও আমাদের শ্রমিক ভাই মুসাকে মারধর করেছে তারা। আমরা হামলাকারীদের বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ করেছি। আরেক শ্রমিক কালু বলেন, লাঠিসোটা দিয়ে পিটিয়ে মুসাকে মারাত্মক আহত করা হয়েছে। আমরা এর বিচার চাই।

 

পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির সভাপতি মমিউদ্দিন কালু বলেন, বাস শ্রমিকদের হামলা চালানোর বিষয়টি সত্য নয়, থ্রি হুইলার চালকরা নিজেরাই হামলার নাটক সাজিয়েছিল। কিন্তু পুলিশ আসলে তাদের নাটকের বিষয়টি ফাঁস হয়ে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসে।

 

কোতয়ালী থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন, ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহয়তায় থ্রি হুইলার শ্রমিককে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়। পরে শ্রমিকদের বুঝিয়ে অবরোধ তুলে নেয়‍া হয়েছে।

 

বরিশাল নিউজ/ স্টাফ রিপোর্টার