গঠনতন্ত্র অনুযায়ী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ০৮ ফেব্রুয়ারি রাতে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
রিজভী বলেন, গঠনতন্ত্র অনুযায়ী ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে তারেক রহমান দল পরিচালনা করবেন।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে বৃহস্পতিবার পাঁচ বছর কারাদণ্ডের রায় দেন ঢাকার একটি আদালত। এরপর তাকে বন্দি করে নাজিমউদ্দিন রোডের পুরনো কারাগারে রাখা হয়।
এরপর রাতেই বিএনপির পক্ষ থেকে সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ঘোষণা দেওয়া হয়।
এর আগে দলীয় প্রধানের বিরুদ্ধে দুর্নীতি মামলায় রায়ের প্রতিক্রিয়া নিয়ে বিকালে নয়াপল্টনের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমাদের গঠনতন্ত্রে দল পরিচালনার সুস্পষ্ট নির্দেশনা আছে। সুতরাং সেই অনুযায়ী দল চলবে।
এদিকে একই মামলায় তারেক রহমানসহ অন্যান্য আসামিদেরও ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
বরিশাল নিউজ ডেস্ক