বরিশাল নিউজ ডেস্ক।। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চলাকালীন উইকেটের সমালোচনা করায় বাংলাদেশ জাতীয় দলের ওপেনিং ব্যাটসম্যান তামিম ইকবালকে পাঁচ লাখ টাকা জরিমানা করার সুপারিশ করেছে বিসিবির শৃঙ্খলা কমিটি। পাশাপাশি তার নামে ওয়ারনিংও ইস্যু করা হয়েছে।
সোমবার (০১ জানুয়ারি) নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এ সময় পাপন এও জানান, তামিমের জরিমানার অংক আরও বাড়তে পারে।
সদ্যই শেষ হওয়া বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়কের দায়িত্বে ছিলেন তামিম। আর রংপুর রাইডার্স ও কুমিল্লার মধ্যকার একটি ম্যাচ শেষে ড্যাশিং এ ব্যাটসম্যান উইকেটকে ‘জঘন্য’ বলেছিলেন।
যেখানে টি-টোয়েন্টি ফরম্যাটের ঐ ম্যাচে রংপুর দলীয় ১০০ রানে কমে অলআউট হয়েছিল। পরে ব্যাটিং করা কুমিল্লা জয় পেলেও, তাদের বেশ ভুগতে হয়েছিল।