December 22, 2022

ঢাকায় দূতাবাস খুলবে আর্জেন্টিনা

আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ ২০২৩ সালে বাংলাদেশে দূতাবাস খোলার আগ্রহ প্রকাশ করেছেন।

ব্রাজিলের ব্রাসিলিয়ায় অবস্থিত বাংলাদেশের দূতাবাস থেকে বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আলবার্তো ফার্নান্দেজ ঢাকায় আর্জেন্টাইন দূতাবাস স্থাপনের মাধ্যমে দুই দেশের জনগণ ভ্রাতৃত্ব ও সম্প্রীতির দৃঢ় বন্ধনে আবদ্ধ হবে বলে মত প্রকাশ করেছেন।

আর্জেন্টাইন ফুটবল দলের বিশ্বকাপ জয়ে বাংলাদেশের আপামর জনসাধারণের প্রাণোচ্ছ্বল উদযাপনে আর্জেন্টিনার জনগণ ও রাষ্ট্রপতি অভিভূত হয়েছেন।

রাষ্ট্রপতি আলবার্তো বলেছেন, খেলাধুলা মানুষের মধ্যে বন্ধন ও সম্প্রীতি বৃদ্ধির একটি অর্থবহ ও শক্তিশালী মাধ্যম।

এর আগে ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ে আর্জেন্টিনার রাষ্ট্রপতি ও জনগণকে অভিনন্দন জানিয়ে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জবাবে আর্জেন্টিনার রাষ্ট্রপতি আলবার্তো ফার্নান্দেজ প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।

বরিশাল নিউজ/ ডেস্ক নিউজ