বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজে ডিপ্লোমা শিক্ষার্থীদের বিএসসি করার সুযোগ প্রদানসহ বিএসসি ডিগ্রী অর্জনের জন্য প্রতিটি বিভাগে একটি করে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় স্থাপনসহ ৬ দফা দাবি জানিয়েছে পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীরা। এই দাবির সমর্থনে তারা রবিবার বেলা ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে মানববন্ধন করে।
মানববন্ধনে সভাপতিত্ব করেন পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের জাতীয় কমিটির সদস্য সন্তু মিত্র। মানববন্ধনে আরো বক্তব্য রাখেন শিক্ষার্থী নিলিমা জাহান, মো. শাওন, মো. জুনায়েদ, মো. সানাউল্লাহ, সৌরভ দাস, জেলা বাসদের সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী এবং জেলা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সাগর।
বক্তারা অনতি বিলম্বে দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। দ্র্বত সময়ের মধ্যে দাবি আদায় না হলে আগামীতে কঠোর কর্মসূচী দেওয়ার ঘোষণা দেন।
বরিশাল নিউ/এমএম হাসান