বরগুনা-পটুয়াখালী-বরিশাল জেলা বাস ও মিনিবাস মালিক শ্রমিক সমন্বয় পরিষদের ডাকা দক্ষিণ পশ্চিমাঞ্চলের ১৭ টি রুটের বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় ডিআইজি শফিকুল ইসলামের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত হয়। সভায় বিভাগীয় কমিশনার মো.শহিদুজ্জামান,ডিআইজি শফিকুল ইসলাম, বরগুনা-পটুয়াখালী-বরিশাল জেলার জেলা প্রশাসক,পুলিশ সুপার, বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক,ঝালকাঠি জেলার বাস মালিক সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক সহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বরিশাল জেলা বাস মালিক সমিতির সাধারণ কাউছার হোসন শিপন বলেন, ‘ডিআইজি বলেছেন,ধর্মঘট প্রত্যাহার করেন,কে বাস চালাতে দিবে না তা দেখে নেব।’ রায়পুরায় স্থাপিত অবৈধ বাসস্টান্ড তুলে দেওয়া হবে বলেও বলেন ডিআইজি শফিকুল ইসলাম।
ঝালকাঠি রুটে আট কিলোমিটার রাস্তার মালিকানা নিয়ে দ্বন্দ্বে গত ফেব্রুয়ারি মাস থেকে ছয় রুটে বাস চলাচল বন্ধ ছিল। এর উপর গত বুধবার থেকে ১৭ রুটে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডাকে বরিশাল -বরগুনা-পটুয়াখালী বাস ও মিনিবাস মালিক শ্রমিক সমন্বয় পরিষদ ।
বরিশাল নিউজ/এমএম হাসান