বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) এর বরিশাল জেলার সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তীর জামিন শুনানিতে আদালতের অর্ধশতাধিক আইনজীবী অংশ নিয়েছেন। বরিশাল অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতে রবিবার এ জামিন শুনানি অনুষ্ঠিত হয়।
আদালতের বিচারক শুনানি শেষে ডা. মনীষা চক্রবর্তীসহ ছয় জনের জামিন আদেশ পুলিশের জব্ধ তালিকা পাওয়ার শর্তে সোমবার আদেশের জন্য রেখে দেন। জামিন শুনানিতে অংশগ্রহণ করেন বরিশাল আদালতের জিপি এড. ইসমাইল হোসেন নেগাবান, বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. ওবায়েদুল্লাহ সাজু, সিনিয়র আইনজীবী তপন চক্রবর্তী, আইনজীবী সমিতির সাবেক সম্পাদক এড. কাজী মুনিরুল হাসান, এড. একে আজাদ, এড. নীলা চক্রবর্তী, এড. হিরন কুমার দাস মিঠু, এড. আব্দুল হাই মাহবুবসহ অর্ধশতাধিক আইনজীবী।
আদালতের বরাত দিয়ে আইনজীবী একে আজাদ বরিশাল নিউজকে বলেন, বাংলাদেশ সমাজতান্ত্রিকত দল (বাসদ) এর বরিশাল জেলা শাখার আহ্বায়ক এবং সদস্য সচিবসহ ছয় জনের জামিন শুনানি অনুষ্ঠিত হয়েছে। পুলিশ জব্ধ তালিকা আদালতে উপস্থাপন না করায় বিচারক সোমবার আদেশের জন্য রেখে দেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার বরিশাল নগরের ফজলুল হক এভিনিউতে ব্যাটারী চালিত রিক্সার উচ্ছেদের প্রতিবাদে শ্রমিকদের ভুখা মিছিলে পুলিশ লাঠিচার্জ করে। এ সময় ডা. মনীষা চক্রবর্তীসহ ছয় জনকে আটক করে পুলিশ। ওই দিন রাতে পুলিশ বাদী হয়ে ৬৬ জনের বিরুদ্ধে সরকারি কাজে বাধাঁ প্রদানের অভিযোগে মামলা দায়ের করেন।
বরিশাল নিউজ/এস আহমেদ