টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে নিউ জিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে পাকিস্তান। ১২ বছর পরে তাদের এই ফাইনালে উঠ।
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে বুধবার নিউ জিল্যান্ডের ১৫২/৪ রানের জবাবে ১৯.১ ওভারে ৩ উইকেট হারিয়ে জয় ছিনিয়ে আনেন বাবর আজমরা।
এ নিয়ে তৃতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নাম লেখালো পাকিস্তান। সবশেষ ২০০৯ সালে তারা সংক্ষিপ্ত ফরম্যাটের এই বিশ্বকাপের ফাইনাল খেলেছিল এবং ওই একবারই শিরোপা জিতেছিল।
তার আগে ২০০৮ সালে প্রথম আসরেরও ফাইনাল খেলেছিল তারা। সেবার ভারতের কাছে হেরে রানার্স-আপ হয় পাকিস্তান।
বাবর ও রিজওয়ানের ব্যাটে ভর করেই আসে এই সাফল্য। ১২.৩ ওভারেই কোন উইকেট না হারিয়ে ১০৫ রান তুলে ফেলে পাকিস্তান।
বরিশালনিউজ/ ডেস্ক নিউজ