ঝালকাঠিতে জেলা প্রশাসক পদে ফারাহ গুল নিঝুম এবং পটুয়াখালীতে শরীফুল ইসলামকে নিয়োগ দেয়া হয়েছে।
ফারাহ গুল নিঝুম জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ছিলেন। অন্যদিকে ঝালকাঠির জেলা প্রশাসক জোহর আলীকে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য করা হয়েছে।
পটুয়াখালীর ডিসি শরীফুল ইসলাম
পটুয়াখালী জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. শরীফুল ইসলাম। তিনি বর্তমানে জয়পুরহাটের ডিসির দায়্ত্বি পালন করছেন।
মো. শরীফুল ইসলাম পটুয়াখালীতে দ্বিতীয় দফায় জেলা প্রশাসকের দায়িত্বে নিযুক্ত হলেন।
পটুয়াখালীর বর্তমান জেলা প্রশাসক মো. কামাল হোসেনকে স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের উপ-সচিব হিসেবে বদলি করা হয়েছে।
বরিশালনিউজ/ ডেস্ক নিউজ