বরিশাল নিউজ।। ভোলার চরফ্যাশন উপজেলা সংলগ্ন মেঘনা নদীতে শুক্রবার রাতে জেলেদের জালে ধরা পড়েছে সাড়ে সাত মণ ওজনের শাপলা পাতা মাছ ।
মাছটি শনিবার তারা মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে আসেন। জেলেদের কাছ থেকে সাড়ে সাত মণ ওজনের ওই মাছটি ক্রয় করেন রনি ফিস নামের মৎস্য আড়ত মালিক। রবিবার সকালে মাছটি কেটে ৫০০ টাকা ভাগা দিয়ে বিক্রি করেছেন মাসুম বেপারী নামে এক মৎস্য ব্যবসায়ী। বিক্রির আগে বিশাল আকারের এই মাছটি রঙ-বেরঙের ফিতা দিয়ে সাজিয়ে ভ্যানে করে এলাকায় প্রদর্শন করা হয়।
উপকূলীয় অগভীর নদী, প্যারাবনে (ম্যানগ্রোভ) এ মাছ গুলো পাওয়া যায় বলে জানায় মৎস্য বিভাগ।