বরিশাল নিউজ ডেস্ক।। রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদক উদ্ধারের জন্য সাঁড়াশি অভিযান চালিয়েছে র্যাব। শনিবার সকালের এই অভিযানে অংশ নেন র্যাব-২ এর শতাধিক সদস্য।
র্যাবের মিডিয়া শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান জানান, আমরা সন্দেহভাজন হিসেবে প্রায় ১০০ জনকে আটক করেছি। তাদের বিষয়ে যাচাই-বাছাই করা হচ্ছে। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।পরে ৭৭ জনকে জেলে পাঠানো হয়।