সরকারি চাকুরিতে কোটা পদ্ধতি সংষ্কার করে ৫৬ ভাগ থেকে ১০ভাগে নামিয়ে আনা সহ পাঁচ দফা দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা। বরিশাল বিশ্ববিদ্যালয় চত্ত্বরে রবিবার বেলা ১১টায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
রাস্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন অর্থনীতি বিভাগের ছাত্র জহিরুল ইসলাম, রাস্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র মোঃ আলামিন, ফেরদৌস হোসেন সহ অন্যরা।
এছাড়াও তাদের দাবির মধ্যে আরো রয়েছে কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে শূন্য পদ সমূহে মেধা ভিত্তিক নিয়োগ, কোটায় কোন ধরনের বিশেষ পরীক্ষা না নেওয়া, সরকারি চাকুরির ক্ষেত্রে সবার জন্য অভিন্ন বয়সসীমা এবং চাকুরির নিয়োগ পরীক্ষায় একাধিকবার কোটা সুবিধা না দেওয়া।
বরিশাল নিউজ/এমএম হাসান