বিশ্বের সকল মুসলমানের মানবতার কল্যাণ ও শান্তি কামনায় মোনাজাতের মধ্যদিয়ে শেষ হয়েছে বরিশালের চরমোনাইর বার্ষিক ওয়াজ মাহফিল।
কীর্তনখোলা নদীর তীরে গশনিবার লাখো ভক্ত-মুরিদান এই মোনাজাতে অংশগ্রহণ করেন। দোয়া মানাজাত পরিচালনা করেন চরমোনাই পীর সাহেব আলহাজ্ব মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।
এর আগে ফজরের নামাজে পীর সাহেব চরমোনাই মাহফিলে অংশগ্রহণকারী মুসল্লিদের উদ্দেশ্যে হেদায়েতি বয়ান পেশ করেন।
বয়ানে পরকালের চিরস্থায়ী জীবনের প্রস্তুতির নসিহত করেন তিনি। বলেন, দুনিয়া হলো আখেরাতের কামাইয়ের জায়গা। এখান থেকে পরকালের জীবনকে সাজাতে যারা চেষ্টা যত বেশি হবে, পরকালে সে ততই সফলতা লাভ করবে।
বরিশাল নিউজ/শামীম