প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রাম পৌঁছেছেন। সেখানে তিনি সেনাবাহিনীর অনুষ্ঠান ও আওয়ামী লীগের জনসভায় যোগ দিবেন।
প্রধানমন্ত্রী রবিবার, ৪ ডিসেম্বর সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রামের ভাটিয়ারীর বাংলাদেশ মিলিটারি একাডেমিতে পৌঁছান তিনি। সেখানে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
অপরদিকে, দুপুর আড়াইটার মধ্যে প্রধানমন্ত্রী সভাস্থলে যাবেন এবং ৩টার মধ্যেই বক্তব্য শুরু করবেন বলে জানা গেছে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।
২০১২ সালে এই পলোগ্রাউন্ডে সর্বশেষ জনসভায় এসেছিলেন প্রধানমন্ত্রী।
বরিশালনিউজ/ ডেস্ক নিউজ