ঘাট নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্বের জের ধরে বরিশাল-ভেদুরিয়া এবং বরিশাল- লাহারহাট রুটে গত দুইদিন ধরে স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে। চালকরা জানান, তাদের বরিশাল ঘাট থেকে চলাচল করতে নিষেধ করা হয়েছে।
যাত্রীরা স্পিডবোটে বরিশাল প্রান্ত থেকে নদী পাড় হয়ে ভোলার সীমানা ভেদুরিয়া যাতায়াত করে থাকেন। ভেদুরিয়া গিয়ে সড়ক পথে তারা ভোলার অভ্যন্তরীন রুটে চলাচল করেন।
বোট চালকরা বলেন, মঙ্গলবার সকাল থেকে বরিশাল স্পিডবোট ঘাট থেকে বোট চলাচল করতে নিষেধ করায় আমরা বোট চালাচ্ছি না। নাম প্রকাশ না করার শর্তে একাধিক স্পিটবোটের চালকরা বলেন, বরিশালের ঘাটের নিয়ন্ত্রণ নিয়ে স্থানীয় দুটি গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। তবে ঘটনা নিয়ে কেউ মুখ খুলছেন না।
ভোলা স্পিডবোট মালিক সমিতির সভাপতি মোসলেম উদ্দিন পাটোয়ারী বলেন, ভোলার ভেদুরিয়া ঘাটে কোনো সমস্যা নেই। তিনি জানান, তাদের বৈধ কাগজপত্র ও লাইসেন্স রয়েছে।
বরিশালনিউজ/ স্টাফ রিপোর্টার