January 9, 2023

মানসিক ভারসাম্য হারিয়ে আত্মহত্যা!

বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়ন পরিষদের সচিব অবিনাশ বাড়ৈর স্ত্রী সুচন্দা বাড়ৈ (৩২) এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্বজনরা বলেছেন মানসিক ভারসাম্য হারিয়ে তিনি আত্মহত্যা করেছেন।

নিহতের স্বজনরা জানান, তিন মাস আগে দ্বিতীয় সন্তান জন্মদানের পর সুচন্দা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। তাকে মানসিক চিকিৎসক দেখানোর পরেও তিনি সুস্থ হচ্ছিলেন না। সোমবার দুপুরে পরিবারের সবার অজান্তে ভাড়াটিয়া বাসায় ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন সুচন্দা।

গৌরনদী মডেল থানার এসআই নাসির হোসেন জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

বরিশাল নিউজ/ গৌরনদী