বরিশাল নিউজ ডেস্ক।। গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করে দেওয়া হাইকোর্টের আদেশের বিরুদ্ধে বিএনপি প্রার্থী হাসান উদ্দিন সরকার আবেদন করেছেন। আপিল বিভাগের চেম্বার আদালতে সোমবার এ আবেদনের ওপর শুনানি হবে।
সকালে তাকে এ আবেদন করার অনুমতি দেয় চেম্বার আদালতের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
রবিবার হাইকোর্ট সিটি নির্বাচন ৩ মাসের জন্য স্থগিত করে দেয়। এই আদেশ স্থগিত চেয়ে আবেদন করেছেন হাসান সরকার।
তার পক্ষে আবেদনটি দাখিল করেন ব্যারিস্টার এম মাহবুবউদ্দিন খোকন।