গলায় কুলের বিচি আটকে রাসেল হাওলাদার (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রাসেল জেলার গৌরনদী উপজেলার পূর্ব ডুমুরিয়া গ্রামের ব্যবসায়ী সিরাজুল হাওলাদারের ছেলে। সে পূর্ব ডুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেনীর ছাত্র।
জানা গেছে, মঙ্গলবার দুপুর একটার দিকে কুল খাবার সময় অসাবধানতাবশত রাসেলের গলায় একটি কুলের বিচি আটকে যায়। মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসক তাকে (রাসেল) মৃত বলে ঘোষণা করেন।