February 21, 2023

 গভীর শ্রদ্ধায় বরিশালে মহান শহিদ দিবস পালন

 

গভীর শ্রদ্ধায় মহান শহিদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালন করছেন বরিশালবাসী। সরকারি, বেসরকারি, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, স্কুল-কলেজের শিক্ষার্থী এবং সাধারণ মানুষ ২১ ফেব্রুয়ারি রাত ১২ টার পর থেকেই শহিদদের শ্রদ্ধা জানাতে শহিদ মিনারে ছুটে আসতে থাকেন।

 

দিবসটির প্রথম প্রহরে বরিশাল কেন্দ্রীয় শহিদ মিনারে মহান ভাষা আন্দোলনের শহীদদের প্রতি প্রথমে শ্রদ্ধা জানান পার্বত্য শান্তি চুক্তির রুপকার (মন্ত্রী পদমর্যাদা) ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহর পক্ষে সিটি মেয়র।

এরপরই ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। সাথে ছিলেন প্যানেল মেয়রসহ বিভিন্ন কাউন্সিলরবৃন্দ।

 

পরবর্তীতে পুস্পার্ঘ অপর্ণ করেন বরিশাল বিভাগীয় কমিশনার আমিন উল ইসলাম, বরিশাল রেঞ্জ ডিআইজি আখতারুজ্জামান, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার সাইফুল ইসলাম, বরিশাল জেলা  প্রশাসক জাহাঙ্গীর হোসেন, বরিশাল জেলা পুলিশ সুপার।

 

বরিশাল জেলা আওয়ামী লীগের পক্ষে দলের সাধারণ সম্পাদক তালুকদার মোঃ ইউনুসের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করা হয়।

 

আরও শ্রদ্ধা নিবেদন করেন বরিশাল র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান র‌্যাব, মহানগর আওয়ামী লীগ, বরিশাল জেলা পরিষদ চেয়ারম্যান একে এম জাহাঙ্গীর হোসাইন, বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান, বরিশাল জেলা জাতীয় পার্টি কেন্দ্রীয় নেতা ইকবাল হোসেন তাপস, ও অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুলের নেতৃত্বে জাতীয় পার্টির নেতা কর্মীরা শ্রদ্ধা জানান।

 

বরিশাল নিউজ/ স্টাফ রিপোর্টার