একাত্তরের গণহত্যা স্মরণে ২৫ মার্চ সারা দেশ ১ মিনিট ‘ব্ল্যাক-আউট’ কর্মসূচি পালন করা হবে।
গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সচিবালয়ে ১১ মার্চ আইনশৃঙ্খলা বিষয়ক এক সমন্বয় সভার পর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন জানান, ’২৫ মার্চ রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত জরুরি স্থাপনা ছাড়া সব জায়গায় এই কর্মসূচি পালন করা হবে।’ তিনি আরো জানান, “কেউ কেন্দ্রীয়ভাবে বৈদ্যুতিক সংযোগ বন্ধ করে দেবে না। নিজ নিজ উদ্যোগে বাতি নিভিয়ে এক মিনিট এই প্রতীকী কর্মসূচিতে যোগ দিতে হবে।”
১৯৭১ সালের ২৫শে মার্চ মধ্যরাতে পাকিস্তানি হানাদার বাহিনী অপারেশন সার্চলাইটের পূর্ব পরিকল্পনা আনুযায়ী আন্দোলনরত বাঙালিদের চিরতরে নিস্তব্ধ করতে সারাদেশে নিরস্ত্র বাঙালির ওপর আধুনিক শক্তিশালী অস্ত্র ব্যবহার করে ইতিহাসের একটি নিকৃষ্টতম গণহত্যা চালায়।
বরিশ নি্িউ্এম্এম হাসান