বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সহ সকল সিনিয়র নেতৃবৃন্দের নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় সাঁজানো রায়ের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে যুবদল। পরে যুবদলের ব্যানারে বের হওয়া মিছিল পুলিশের বাঁধায় পন্ড হয়ে যায়। রবিবার সকাল ১১টায় নগরীর সদর রোডের বিএনপি দলীয় কার্যালয়ের সামনে কঠোর পুলিশ বেস্টনীতে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
বরিশাল জেলা (দক্ষিণ) যুবদল সভাপতি অ্যাডভোকেট পারভেজ আকন বিপ্লবের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি মামুন রেজা খান, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলা রাব্বী শামীম, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাফিজ আহমেদ বাবলু এবং জেলার অন্তর্গত সকল থানা ও পৌর কমিটির সভাপতি সম্পাদকবৃন্দ।
বক্তারা বেগম জিয়া সহ সিনিয়র নেতাদের নামে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক মামলার রায় প্রত্যাহার সহ খালেদা জিয়ার মুক্তির দাবি জানান।
বরিশাল নিউজ/রাহাত