বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ সকল নেতাদের নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় সাজানো রায়ের প্রতিবাদে বরিশালে অবস্থান কর্মসূচী পালন করেছে বিএনপি। দলীয় কার্যালয়ের সামনে মঙ্গলবার পুলিশী বেস্টনীতে মহানগর , উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির যৌথ উদ্যোগে ঘন্টাব্যাপী অবস্থান কর্মসূচী পালন করা হয়।
মহানগর বিএনপি’র সভাপতি ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ারের সভাপতিত্বে কর্মসূচী চলাকালে বক্তব্য রাখেন বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জিয়াউদ্দিন সিকদার জিয়া, উত্তর জেলা বিএনপির সভাপতি মেজবাউদ্দিন ফরহাদ, দক্ষিণ জেলা বিএনপির সভাপতি এবায়েদুল হক চাঁন সহ অন্যান্যরা।
বক্তারা বেগম জিয়ার মুক্তি না হওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
এদিকে বুধবার বেগম জিয়ার মুক্তির জন্য কেন্দ্রীয় অনশন কর্মসূচীর দিন রোজা রাখার জন্য নেতা-কর্মী-সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন বরিশাল মগানগর বিএনপি সভাপতি ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ারের।
বরিশাল নিউজ/রাহাত