বিএনপির যুগ্ম মহাসচিব ও বরিশার মহানগর বিএনপি সভাপতি মজিবর রহমান সরোয়ার বলেছেন,ফকরুদিন-মাইনুদ্দিনের তত্ত্বাবধায়ক সরকার খালেদা জিয়াসহ বিএনপি এবং শেখ হাসিনাসহ আওয়ামী লীগের বিরুদ্ধে হাজার হাজার মামলা দায়ের করেছিল। আওয়ামী লীগ তাদের বিরুদ্ধে দায়ের করা সাড়ে সাত হাজার মামলা তুলে নিয়ে যায়। সরোয়ার প্রশ্ন তোলেন আপনাদের সেই মামলাগুলো সব মিথ্যা ছিল? আর খালেদা জিয়ার মামলা গুলো সব সত্য?
জিয়া অরফানেজ ট্রাস্ট দুনীতি মামলায় বেগম খালেদা জিয়া ও তারেক রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দের বিরুদ্ধে সাজানো রায় দেয়া হয়েছে উল্লেখ করে আয়োজিত দলীয় প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন। বরিশালে দলীয় অফিসের সামনে শনিবার সকাল ১১টার দিকে এই কর্মসূচী শুরু হয়। সকালে বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল করে কর্মীরা সমাবেশে যোগ দেন।
এ সময় সরোয়ার আরো বলেন,খালেদা জিয়া আপোষ করেননি বলে তার বিরুদ্ধে এই ষড়যন্ত্র। তিনি যেদিন মুক্ত হবেন সেদিন ঢাকার রাজপথে লাখো মানুষের ঢল নামবে।
বরিশাল নিউজ/এমএম হাসান