বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন,খালেদার শাস্তি সঠিক হয়নি , এ দেশের জনগণ এই সাজা গ্রহণ করেনি। অনতিবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে।
তিনি বলেন,একাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে বিএনপি ও খালেদা জিয়াকে বাইরে রাখার দুরভিসন্ধি থেকেই সরকার তাকে কারাগারে নিয়েছে।
খালেদা জিয়ার মুক্তির দাবিতে সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানবনন্ধনে তিনি এসব কথা বলেন।
খন্দকার মোশাররফ বলেন, নেত্রী বলেছেন শান্তিপূর্ণ আন্দোলন করার জন্য। আমরা শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক আন্দোলনে আছি। কিন্তু সরকার এখনো নেতাকর্মীদেরকে গ্রেফতার করছে। এর তীব্র নিন্দা জানাই।