আসাদুজ্জামান খসরু
বরিশাল বিভাগীয় ফুটবল এসোসিয়েশনের সভাপতি খসরু বিশেষ ক্ষমতা আইনের মামলায় জেলা জজ আদালত থেকে জামিন লাভ করেছেন।
বরিশাল জেলা ও দায়রা সিনিয়র জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে মঙ্গলবার আসাদুজ্জামান খসরুর জামিন চেয়ে প্রার্থনা করা হলে বিজ্ঞ জেলা জজ খসরুর আইনজীবীদের বক্তব্য শুনে আসাদুজ্জামান খসরুকে অন্তবর্তীকালীন জামিন দেয়ার আদেশ দেন।
পুলিশের কাজে বাধা ও মিছিল করার অপরাধে বরিশাল কোতয়ালী মডেল থানা পুলিশের দায়ের করা ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের নাম বিহীন মামলায় রবিবার রাতে নগরীর চাঁদমারী খসরুর নিজবাসা থেকে ডিবি পুলিশ কোন নিদিস্ট মামলা বা অভিযোগ ছাড়াই গ্রেফতার করে কোতয়ালী মডেল থানায় সোপর্দ করে। কোতয়ালী থানার এস আই মসিউর ২০১৭ সনের ১৪ই আগস্ট এস আই সাইফুলের দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় তাকে জড়িয়ে সোমবার আদালতে চালান করে।
বরিশাল মেট্রোপলিটন অতিরিক্ত ম্যাজিষ্ট্রেট আসাদুজ্জামান খসরুকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।
জেলা জজ আদালতে আসাদুজ্জামান খসরুর জামিন প্রার্থনা করে আবেদন করেন বরিশাল আইনজীবী সমিতির সভাপতি সৈয়দ ওবায়দুল্লাহ সাজু,সাবেক সভাপতি আনিস উদ্দিন শহীদ,মজিবর রহমান,এনায়েত হোসেন বাচ্চু, সরোয়ার হোসেন প্রমুখ।
বরিশাল নিউজ/শামীম