বরিশালের চরমোনাই লঞ্চঘাট এলাকায় বুধবার দুপুর দেড়টার দিকে মুসল্লিবাহী ট্রলার ডুবির ঘটনা ঘটেছে।
বরিশাল নৌ-থানার ওসি বেল্লাল হোসেন স্থানীয়দের বরাত দিয়ে জানান, ট্রলারটি চরবাড়িয়ার প্রান্ত থেকে কীতর্নখোলা নদী পাড়ি দিয়ে চরমোনাই লঞ্চঘাটের দিকে আসে। এ সময় ঘাটে থাকা কীর্তনখোলা ১০ লঞ্চের পেছনে নোঙর করে চরমোনাই মাহফিলগামী মুসল্লিদের তুলতে গিয়ে ট্রলারটি কাত হয়ে যায়। পেছনে থাকা অন্য একটি ট্রলার ধাক্কা দিলে সেটি ডুবে যায়। ট্রলারে থাকা এক শিশু নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।
বরিশাল নদী স্টেশনের সাব স্টেশন কর্মকর্তা কাজী নজরুল ইসলাম বলেন, বড় বড় লঞ্চ থাকায় সেগুলো সরিয়ে বিকেল ৩টার দিকে মূল উদ্ধার অভিযান শুরু করতে হয়েছে।
তিনি বলেন, প্রাথমিকভাবে জানা গেছে ট্রলারটি ডুবে গেলেও তার যাত্রীরা সবাই সাঁতরে উঠতে সক্ষম হয়েছেন। এক ব্যক্তি তার ছেলে নিখোঁজের দাবি জানিয়ে কান্নাকাটি করেছেন।
বরিশাল নিউজ/এমএম হাসান