বরিশালের হিজলায় মেঘনা নদীর মিয়ারচর নামকস্থানে নোঙ্গর করে রাখা যাত্রীবাহী লঞ্চ সুন্দরবন-১০কে পিছন থেকে ধাক্কা দিয়েছে কির্তনখোলা । এতে যাত্রীরা আতংকিত হয়ে পড়ে। এই ঘটনায় সুন্দরবন-১০ ক্ষতিগ্রস্ত হলেও ,যাত্রীদের কোন দুর্ঘটনার মুখে পরতে হয়নি। দুইটি লঞ্চই ঢাকা থেকে বরিশাল আসছিল।
সুন্দরবন লঞ্চের প্রথম শ্রেনীর মাস্টার রুহুল আমিন বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা সুন্দরবন লঞ্চটি রাত আনুমানিক আড়াইটার দিকে বরিশালের হিজলার মেঘনা নদীতে ভাটার কবলে পড়ে মিয়ারচর নামকস্থানে নোঙ্গর করে রাখে। রাত তিনটা দশ মিনিটের সময় ঢাকা থেকে যাত্রী নিয়ে ছেড়ে আসা কির্তনখোলা(২) লঞ্চটিকে সিঙ্গনাল দেয়ার পরও তারা পিছন থেকে সুন্দরবন লঞ্চের উপর আঘাত করে এতে লঞ্চের পিছন সাইডে ব্যাপক ক্ষতি হয়েছে।
সকালে লঞ্চটি বরিশাল ঘাটে ফিরে এসে কির্তনখোলা (২) লঞ্চের বিরুদ্ধে নৌ ট্রাফিক দপ্তরে লিখিতভাবে অভিযোগ দায়ের করেছে।