আসন্ন এইচএসসি পরীক্ষায় বরিশাল শিক্ষাবোর্ডের আওতায় কারাগারে বসে পরীক্ষা দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে বরগুনা জেলার পরীক্ষার্থী অমিত হাসানকে। নারী ও শিশু নির্যাতন আইনের একটি মামলায় ১১ ফেব্রুয়ারি থেকে বরগুনা জেলা কারাগারে রয়েছেন হাসান।
অমিত বরগুনা সদর থানার এম বালিয়াতলী ডি.এন কলেজের ছাত্র।
আদালতের নির্দেশে ২২ মার্চ কারা কর্তৃপক্ষের একটি আবেদনের পরিপ্রেক্ষিতে অমিতের পরীক্ষা কারাগারে বসেই দেওয়ার অনুমতি দেয় বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।
শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আনোয়ারুল আজিম স্বাক্ষরিত এক নোটিসে এই খবর জানানো হয়।
তার এইচএসসি পরীক্ষা বিধিমতো নেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করেছে বরিশাল বোর্ড।
তবে কারাগারে বসে পরীক্ষায় অংশগ্রহণের যাবতীয় ব্যয়ভার পরীক্ষার্থী বহন করবেন বলে নোটিসে উল্লেখ করা হয়েছে।
বরিশাল নিউজ/এম এম হাসান