ঝালকাঠি প্রতিনিধি।। হ্যান্ডস ফর হেল্পলেজ পিপলস নামে পিরোজপুরের ভান্ডারিয়া বিহারী পাইলট উচ্চ বিদ্যালয়ের ১১তম ব্যাচের স্বেচ্ছাসেবী ছাত্র সংগঠনের উদ্যোগে ঝালকাঠির কাঠালিয়ায় শতাধিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে ঈদ বস্ত্র ও খেলনা বিতরণ করা হয়েছে।

ভান্ডারিয়া বিহারী পাইলট উচ্চ বিদ্যালয়ের ১১তম ব্যাচের স্বেচ্ছাসেবী ছাত্র সংগঠনের উদ্যোগে ঝালকাঠির কাঠালিয়ায় শতাধিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে ঈদ বস্ত্র ও খেলনা বিতরণ-বরিশাল নিউজ
বৃহস্পতিবার দুপুরে কাঠালিয়ায় প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক যুগান্তরের স্থানীয় প্রতিনিধি মো. শহীদুল আলমের সভাপতিত্বে বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা পার্থ সারথী দেউরী। বিশেষ অতিথি ছিলেন কাঠালিয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. ফারুক হোসেন খান, বেতগী প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মো. মহসিন হোসেন খান। এসময় বিশিষ্ট সমাজ সেবক মো. আব্দুল হাই, সাকিবুজ্জামান সবুর ও এইচ এম নাসির উদ্দিন আকাশ ও এইচএইচপি সংগঠনের নেতৃবৃন্দসহ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
বরিশাল নিউজ/সবুর