বরিশাল নগরীর কাউনিয়া জানুকিসিংহ রোডে সোমবার দুপুরে আগুনে দুইটি বসত ঘর পুড়ে গেছে। তবে হতাহতের কোন ঘটনা ঘটেনি।
ফায়ার সার্ভিস সূত্র বরিশাল নিউজকে জানায়, ওই এলাকার বাবুল মঞ্জিলে সকাল ১১ টায় রাজমিস্ত্রি নান্নু মৃধার বন্ধ ঘর থেকে ধোয়া বের হতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে অপারেশন অফিসার ইউনুচ মিয়ার নেতৃত্বে তিনটি ইউনিট প্রায় একঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
অপারেশন অফিসার ইউনুচ মিয়া বরিশাল নিউজকে জানান,বৈদ্যুতিক সট সার্কিট থেকে আগুনের সূত্রপাত । আগুনে প্রায় চার লাখ টাকার ক্ষতি হয়েছে বলেন তিনি।
বরিশাল নিউজ/এমএম হাসান