March 18, 2023

ওয়ানডেতে রেকর্ড রান; আয়ারল্যান্ড হারলো ১৮৩ রানে

ওয়ানডেতে রানের হিসেবে বাংলাদেশের সবচেয়ে বড় জয় এসেছে আজ আয়ারল্যান্ডের বিপক্ষে। ৩৩৮ রান করে টাইগাররা। এই রান তাড়া করতে নেমে ১৫৫ রানে অলআউট হয়ে যায় আইরিশরা। এরফলে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আয়ারল্যান্ডকে ১৮৩ রানে হারিয়েছে বাংলাদেশ।

যদিও  বাংলাদেশের রান তাড়া করতে নেমে শুরুতে সম্ভাবনা দেখিয়েছিল সফরকারীরা। তবে সাকিবের আক্রমণে ৬০ রানের এই জুটি ভাঙতেই ধস নামে তাদের ব্যাটিংয়ে। এবাদত-তাসকিনের আঘাতে ১৬ রানে ৫ উইকেট হারিয়ে মুখ থুবড়ে পড়ে তাদের ব্যাটিং। শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যান ডকরেল। সর্বোচ্চ ৪৫ রান আসে তার ব্যাট থেকে। স্টিফেন ডাহনি ৩৪ ও পল স্টার্লিং ২২ রান করেন। এ ছাড়া আর কেউ বিশের ঘর পার হতে পারেননি।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন এবাদত। এ ছাড়া নাসুম ৩, তাসকিন ২ ও সাকিব নেন ১টি উইকেট।

স্কোর:

বাংলাদেশ: ৩৩৮/৮ (৫০ ওভার)

 

আয়ারল্যান্ড ১৫৫/১০ (৩০.৫ ওভার)

 

ফল: বাংলাদেশ ১৮৩ রানে জয়ী।

 

ম্যান অব দ্য ম্যাচ: তৌহিদ হৃদয় ৯২ (৮৫)

 

এবাদতের ক্যারিয়ার সেরা বোলিং

 

৬.৫ ওভারে ৪২ রান দিয়ে ৪ উইকেট নেন এবাদত। ওয়ানডেতে এটি তার ক্যারিয়ার সেরা বোলিং। এর আগে ৪৭ রান দিয়ে নিয়েছিলেন ৪ উইকেট। ১৪ ওয়ানডেতে দ্বিতীয়বারের মতো চার উইকেট নিলেন সিলেটি এই পেসার।

 

১২ তম ওভারে এসে উইকেটের দেখা

 

সাকিবের ঘূর্ণিতে অবশেষে প্রথম উইকেটের দেখা পেয়েছে বাংলাদেশ। সাকিব দশম ওভারে দিয়েছেন ১৫ রান, ১২তম ওভারে এসে নিলেন উইকেট। আগের ওভারে টানা দুই চার মারা স্টিফেন ডাহনি ক্যাচ দেন উইকেটের পেছনে। ৩৮ বলে ৩৪ রান করেন ডাহনি।

 

উইকেটের দেখা পাচ্ছে না বাংলাদেশ

 

কোনো উইকেট না হারিয়ে আয়ারল্যান্ড প্রথম পাওয়ার প্লে কাটিয়ে দিয়েছে। শুরুতে ধীর গতিতে খেললেও দুই ওপেনার স্টিফেন-স্টার্লিং সময় গড়ানোর সঙ্গে সঙ্গে হাত খুলে খেলার চেষ্টা করছেন। বিশাল রানের লক্ষ্যে খেলতে নেমে দুজনে বল -রানের পার্থক্য সমান রাখার চেষ্টা করছেন। সুযোগ পেলেই হাঁকাচ্ছেন বাউন্ডারি। সাকিবের করা প্লাওয়ার পের শেষ ওভারে দুই ওপেনার নেন ১৫ রান।

 

দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড  বাংলাদেশের

টস হেরে ব্যাটিং করতে নেমে বাংলাদেশ ৮ উইকেটে ৩৩৮ রান করে। ওয়ানডেতে এটি বাংলাদেশের সর্বোচ্চ দলীয় স্কোর। এতদিন পর্যন্ত সর্বোচ্চ দলীয় স্কোর ছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮ উইকেটে ৩৩৩ (পর ব্যাটিং)। আর আগে ব্যাটিং করে সর্বোচ্চ রান ছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬ উইকেটে ৩৩০ রান। দুটি রেকর্ডই হয়েছিল ২০১৯ বিশ্বকাপে।

 

বরিশাল নিউজ/ ডেস্ক নিউজ