
ফলাফলে খুশি বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় (সদর গার্লস) শিক্ষার্থীরা-বরিশাল নিউজ

আনন্দ উচ্ছাসে বরিশাল জিলা স্কুলের শিক্ষাথীরা -বরিশাল নিউজ
বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আনোয়ারুল আজিম রবিবার বেলা সাড়ে ১১টায় তার অফিস কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলন জানান, এই বছর পরীক্ষায় অংশ নিয়োছিলেন এক লাখ তিন হাজার এক শত ২৪ জন শিক্ষার্থী। এরমধ্যে ছাত্র ৫১ হাজার ৯ শত ১২ জন এবং ছাত্রী ছিলো ৫১ হাজার ২ শত ১২ জন। এদের মধ্যে পাস করেছে ৭৯ হাজার ৫২০ জন। যারমধ্যে ছাত্র ৩৯ হাজার ৫১ জন এবং ছাত্রী ৪০ হাজার ৪৬৯ জন।
এবার এই শিক্ষা বোর্ডে ফলাফলে ছেলেদের তুলনায় মেয়েরা পাশ ও জিপিএ’র হারে এগিয়ে রয়েছে। গত বছর এ বোর্ডের পাশের হার ছিলো ৭৭ দশমিক ২৪ ভাগ।