এবারের এসএসসি পরীক্ষায় বরিশাল বিভাগে প্রথম স্থান অর্জন করেছে ভোলা জেলা।ভোলা জেলায় পাসের হার ৮৩.০২%।
বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আনোয়ারুল আজিম জানান, এ বছর জেলার মোট ১৫ হাজার ৬১৭ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১২ হাজার ৯৬৫ জন। এর মধ্যে ছেলে পরীক্ষার্থীর সংখ্যা সাত হাজার ৩৭ জন এবং মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা পাঁচ হাজার ৯২৪ জন। জেলার ১০টি বিদ্যালয়ের শতভাগ পরীক্ষার্থী পাস করেছে।