
উত্তরণে বাংলাদেশ; বরিশাল বঙ্গবন্ধু উদ্যানে আলোচনা সভা -বরিশাল নিউজ
নিম্ন আয়ের দেশ থেকে উত্তরণ উপলক্ষ্যে বরিশালে বর্ণাঢ্য র্যালি এবং আলোচনা সভা করেছে বরিশাল জেলা প্রশাসন। জেলা প্রশাসকের অফিস চত্বর থেকে মঙ্গলবার সকালে র্যালিটি বের হয়। বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশ নেন।
পরে বঙ্গবন্ধু উদ্যানে জেলা প্রশাসক মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার গোলাম মোস্তফা। বক্তব্য রাখেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান, পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম, মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোখলেছুর রহমান, মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মো. কামরুল আমীন সহ অন্যান্যরা।
এ উপলক্ষ্যে বিকালে নগরীর বঙ্গবন্ধু উদ্যানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
বরিশাল নিউজ/এমএম হাসান