বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে এইচএসসি বাংলা দ্বিতীয় পত্রে ৬৫১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
এদের মধ্যে ভোলা জেলায় ৯৪, বরগুনায় ৮৩, পটুয়াখালীতে ১২১, পিরোজপুরে ৬৯, ঝালকাঠিতে ৪৪ ও বরিশালে ২৪০ জন রয়েছে।
শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আনোয়ারুল আজিম জানান, ২০১৮ সালের এইচএসসি পরীক্ষায় বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের আওতায় বিভাগের ৬ জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ৬৩ হাজার ৩২৭ জন। যারমধ্যে ৩২ হাজার ৪৯৬ জন ছেলে এবং ৩০ হাজার ৮৩১ জন মেয়ে পরীক্ষার্থী রয়েছে।
এদিকে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় বহিষ্কার হয়েছেন ছয় জন পরীক্ষার্থী।
এর মধ্যে বরিশাল জেলার উজিরপুরে একজন, পিরোজপুর জেলা সদরে একজন এবং ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলায় দুইজন, দৌলতখানে একজন ও মনপুরায় একজন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছে।
বরিশাল নিউজ/এমএম হাসান