বঙ্গোপসাগর ঘেষা এক উপজেলা পাথরঘাটা। এর জেলার নাম বরগুনা। ভুমি অফিস মানেই যে বিড়ম্বনা নয়, পাথরঘাটা উপজেলা ভূমি অফিস এখন সেই দৃষ্টান্ত। লোকজন সেখানে যাচ্ছেন ঘুড়ে বেড়াতে। ফুল বাগানের সৌন্দর্য্য দেখতে।
পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুফল চন্দ্র গোলদার। যোগদানে পর থেকে তিনি গোটা উপজেলাকে ঢেলে সাজাতে নানান উদ্যোগ গ্রহণ করেছেন। ইউএনও এর এই উদ্যোগ এলাকাবাসীর ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
ইউএনও বলেন, ‘এক টুকরো জায়গাও খালি রাখা যাবে না’ প্রধানমন্ত্রীর এ বানীকে কাজে লাগাতে উপজেলা ভূমি অফিসের পরিত্যক্ত জমিতে ফুল, ফল ও কৃষি বাগান করা হয়েছে। এখানে বিষমুক্ত সবজি ও ফল উৎপাদন হচ্ছে। অবসর সময়ে এ বাগানে সুন্দর সময় কাটানো যায়। মন প্রফুল্ল হয়। আমাদের নিজেদের আঙিনার ছোট ছোট জমিকে কাজে লাগিয়ে কৃষিতে অনন্য ভূমিকা এবং পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া সম্ভব। এটি পরিবেশ সুরক্ষায় আন্দোলন হিসেবে ছড়িয়ে দেওয়ায় আমার ভবিষ্যৎ পরিকল্পনা।
বরিশাল নিউজ/ শামীম আহমেদ