বরিশাল বিভাগীয় প্রথমিক শিক্ষার উপ-পরিচালক নিলুফার ইয়াসমিন বলেছেন,“কোন উদ্বেগের কারন নেই, গোটা বিভাগের চাহিদা অনুযায়ী ৫০ শতাংশের মতো বই এসে পৌঁছে গেছে। বাকি বইগুলো পথে রয়েছে।”
বছরের প্রথম দিন পাঠ্যবই হাতে পাওয়ার অপেক্ষায় রয়েছে বরিশাল বিভাগের ৬ জেলার প্রায় ২০ লাখ শিক্ষার্থী। তবে সঠিক সময়ের মধ্যে চাহিদা অনুযায়ী উপজেলা পর্যায়ে নতুনবই এখনও না পৌঁছায় কিছুটা শঙ্কা দেখা দিয়েছে। অনেক বিদ্যালয় কর্তৃপক্ষ এখনও কোন বইই হাতে পাননি।
যদিও প্রাথমিক এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের কর্মকর্তারা বলছেন, যথাসময়ে শিক্ষার্থীরা নতুন বই হাতে পাবেন, সেইসাথে যথাসময়েই উৎসবমুখর পরিবেশে বই উৎসব উদযাপন করবেন শিক্ষার্থীরা।
আর কোন কোন বিষয়ের বই পহেলা জানুয়ারি না পেলেও সর্বোচ্চ জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যেই তা শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেয়া হবে বলে জানান কর্মকর্তারা।
বরিশাল নিউজ/ স্টাফ রিপোর্টার