বরিশালের উজিরপুরে হুমায়ুন কবির (৩৫) নামে এক ব্যবসায়ীকে হত্যা করে লাশ নদীতে ফেলে দেয় দুর্বৃত্তরা।
বুধবার বেলা ২টায় পূর্ব জয়শ্রী পেশকার বাড়ির সামনে খালের পাশে তার মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। নিহতের ভাই সেলিম মুন্সি ও হেমায়েত মুন্সি জানান, ‘হুমায়ুন কবির মঙ্গলবার রাত ১১ টায় খাবার খেয়ে বাসা থেকে বের হয়। বুধবার বেলা ১টায় তার মৃত্যুর খবর শুনে ঘটনাস্থলে গিয়ে তার লাশ সনাক্ত করি।’ তারা আরো জানান, আমার ভাইকে পূর্ব শত্র্বতার জের ধরে কেউ শ্বাসরোধ করে হত্যা করে গলার স্বর্ণের চেইন, রিসলেট, মোবাইল সেট ছিনিয়ে নিয়ে লাশটি নদীতে ফেলে দেয়। এদিকে শেরে বাংলা ডিগ্রি কলেজের দক্ষিণ পাশে রাজমিস্ত্রী আঃ জলিল সরদার জানান, ঘটনার দিন বেলা ১১টায় তার বাড়ির পাশে নদীর কিনারে হুমায়ুনকে মোবাইলে কথা বলতে দেখেছেন। ঐ স্থান থেকে লাশের অবস্থান প্রায় এক কিলোমিটার দূরে, এমনকি নদীর পানির স্রোত বিপরীত দিকে প্রবাহিত ছিল। ওসি শিশির কুমার পাল জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হয়েছে কেউ হত্যা করে লাশ নদীতে ফেলে দেয়। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
বরিশাল নিউজ/রহিম