বরিশাল জেলার উজিরপুরে জমকালো আয়োজনে ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বামরাইল অনাথ বন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি ও পূর্ণমিলন অনুষ্ঠিত হয়েছে। ৩০ ডিসেম্বর সকাল ১০ টায় অনুষ্ঠানের উদ্বোধন করেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য মোঃ শাহে আলম।
বিকেলে বামরাইল অনাথ বন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের শতবর্ষ উদ্যাপন পরিষদের সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ আঃ ওয়াদুদ সরদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন সংসদ সদস্য মোঃ শাহে আলম। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস,এম জামাল হোসেন, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, বামরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইউসুব হোসেন হাওলাদার।
উপস্থিত ছিলেন শতবর্ষ উদ্যাপন কার্যনির্বাহী পরিষদের সভাপতি ও অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মোঃ মজিবুর রহমান দেওয়ান, সাধারণ সম্পাদক সিনিয়র শিক্ষক মোঃ শাহাদাৎ হোসেন, ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মোঃ সাইফুল ইসলাম অরুন, বর্তমান ম্যানেজিং কমিটির সভাপতি ডা.রাইসুল হাসান আল আরাফ। বামরাইল অনাথ বন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু ইউসুফসহ আরো অনেকে।
বরিশাল নিউজ/ উজিরপুর